DBHT- Hadith Software 7, (FREE for PC/Laptop)



DBHT- Hadith Software 7, হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন রিলিজ হলো
আলহামদুলিল্লাহ অবশেষে হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন বের করা হলো। অসংখ্য সদস্য একসাথে একাত্ম হয়ে কোন দুনিয়াবী ফায়দা ব্যতীত অত্যন্ত আগ্রহ নিয়ে কাজ করছেন ও সামনের ভার্সনের জন্য কাজ করে চলছেন একমাত্র উদ্দেশ্য- ”আল্লাহর সন্তুষ্টি”। সবার জন্য দুআ কামনা করছি। সফটওয়্যারটি সম্পূর্ন 100% FREE । ডাউনলোড এবং শেয়ার করুন ও সাদকায়ে জারিয়া হাসিল করুন-




★ DBHT- Hadith Software 7 এ কি কি ফিচার রয়েছে:-
  • অডিও হাদীস
  • সহিহুল বুখারী
  • টেক্সট হাদীস তিনটি ভাষায়
সফটওয়্যারটি পৃথিবীতে একমাত্র তিনটি ভাষায় সমৃদ্ধ অফলাইন ডেস্কটপ সফটওয়্যার। বাংলা ভাষায় সবচেয়ে বেশি হাদীসের ডাটাবেজের ডাটাবেজ। অনেকের কাছে যেসব হাদীসের কিতাব নেই তা আমাদের আছে আলহামদুলিল্লাহ।


★ সফটওয়্যারটিতে আছে:-
১) হাদীসে কুদসী (الحديث القدسي)- ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৬৩টি)
২) সহিহ বুখারী (صحيح البخاري) – ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৭৫৬৩ টি)
৩) সহিহ মুসলিম (صحيح مسلم) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৭২৫৩টি)
৪) সুনান আবু দাউদ (سنن أبي داود) – ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৫২৭৪টি)
৫) জামে তিরমিজী (جامع الترمذي) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩৯৫৬টি)
৬) ইবনে মাজাহ (سنن ابن ماجه) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪৩৪১টি)
৭) হাদীস সম্ভার -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩৯০২টি)
৮) সুনান নাসাঈ (سنن النسائي) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৫৭৫৮টি)
৯) মুয়াত্তা মালিক (موطأ مالك) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৮৮৪ টি)
১০) মুসনাদে আহমদ (مسند أحمد)-ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২৫৯৯টি)
১১) মিশকাতে যয়িফ ও জাল -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৩৩৩টি)
১২) মিশকাতুল মাসাবিহ (مشكاة المسبية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪১৬৩টি)
১৩) আদাবুল মুফরাদ (الأدب المفرد) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৩২২টি)
১৪) সিলসিলাতু যয়িফাহ (سيلزيلا ديفا) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২০০০টি)
১৫) সিলসিলা সাহীহাহ (سيلزيلا ساهيها) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১০০০টি)
১৬) রিয়াযুস স্বলেহীন (رياض الصالحين) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৯০৫টি)
১৭) বুলূগুল মারাম (بلوغ المرام) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৫৬৮টি)
১৮) হিসনুল মুসলিম (هيسنول مسلم) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২৬৭টি)
১৯) লূ-লূ ওয়াল মারজান (لولو وال مارجان) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৯০৫টি)
২০) ৪০ হাদীস (الأربعون النووية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪২টি)
২১) যুযউল কিরআত (جوجول كيرات) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩০০টি)
২২) শামায়েলে মোহাম্মদীয়া (الشمائل المحمدية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪১৫টি)
২৩) যুযউ রফউল ইয়াদাঈন (جوجول رافليادين) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১১৮টি)
  • অধ্যায়ভিত্তিক টেক্সট প্রশ্নোত্তর। বিভিন্ন শায়খগনের দেয়া টেক্সট প্রশ্নোত্তরের সংখ্যা ৩২৬৯টি।
  • অধ্যায়ভিত্তিক অডিও প্রশ্নোত্তর। বিভিন্ন শায়খগনের দেয়া অডিও প্রশ্নোত্তরের সংখ্যা ১১৮৬টি।
  • বই ও প্রবন্ধ। এ পর্যন্ত যুক্ত  করা হয়েছে ৩৫৫টি।
★ সফটওয়্যারের বিশেষত্ব:-
  1. মোট তিনটি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা)।– উইন্ডোজের যে কোন ভার্সনে চলবে।
  2. হাদীসের যেকোন অডিওতে ক্লিক করে সুনির্দ্দিষ্ট হাদীস শুনতে পারবেন।
  3. প্রায় প্রতিটি হাদীস তাহক্বীক ও তাখরীজ করা হয়েছে, তাহক্বীককারীর সুত্রও উল্লেখ করা হয়েছে।
  4. হাদীসের ইতিহাস, রাবী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, হাদীস সংগ্রাহকের নাম, জীবনী ও তার অন্যান্য অবদান সম্পর্কে প্রতিটি কিতাবের আগে সংযোজন করা হয়েছে।
  5. সুনির্দ্দিষ্ট শায়খের মাসলা-মাসায়েল শুনতে পারবেন।
  6. প্রতিটি হাদিসের কিতাবের নেভিগেশন লিংক ও পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, যার ফলে হাদীস পড়ার আগে জানতে পারবেন এই কিতাব কতটি অধ্যায় সম্বলিত,কয়টি অনুচ্ছেদ রয়েছে এবং হাদীস সংখ্যা কত ইত্যাদি।
  7. অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর সিলেক্ট করে শুনতে পারবেন। যেমন আপনি শুধু সলাতের মাসলা-মাসায়েল শুনতে পারেন।
  8. সহীহুল বুখারীতে অধ্যায় ভিত্তিক কিছু-সংখ্যক “অডিও হাদীস” সংযোজন করা হয়েছে।
  9. অধ্যায় ভিত্তিক প্রবন্ধ ও কিতাব পড়তে পারবেন।
  10. সরাসরি আরবী, ইংরেজী এবং বাংলা শব্দ দিয়ে সার্চ করতে পারবেন।
  11. যে কোন কিতাব সিলেক্ট করে যেমন- শুধুমাত্র সহীহুল বুখারী হতে সার্চ দিতে পারবেন।
  12. হাদীস এবং কিতাবসমূহ অধ্যায় এবং অনুচ্ছেদ অনুসারে পড়ার সুবিধা।
  13. ইউনিকোড টেক্সট হওয়ায় যেকোন ওয়েব সাইটে বা ফেসবুকে সরাসরি কপি-পেস্ট, করার সুবিধা।
  14. এবং হাদিস প্রিন্ট করা সহ আরও অনেক সুবিধা সম্বলিত।
★ ডাউনলোড লিঙ্ক সমূহ:-


Icon
DBHT হাদীস সফটওয়্যার (Desktop Offline) ভার্সন 7


Google Drive

Drop Box

One Drive

Mediafire

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.